স্প্যানিশ আই’ এর জন্মদিনে
স্প্যানিশ আই’ এর জন্মদিনে
স্প্যানিশ আই’ এর জন্মদিনে
ড. প্রণব কুমার ভট্টাচার্য
তোমার চোখে আজও সেই পুরাতন আলো
যার ভাষা সময় জানে না,
যার স্পর্শে ভোর হয় এক গভীর আত্মপ্রত্যয়ের।
৩৯টি শরৎ পেরিয়ে এসেও
তুমি যেন প্রথম প্রহরের সেই নবীন মেঘলা দুপুর,
যেখানে আলো আর ছায়া একান্তে কথা বলে।
স্প্যানিশ আই—
এই নামে আমি প্রথম ডেকেছিলাম তোমাকে,
কারণ তোমার চোখে আমি দেখেছি
দূরের কোনো আন্দালুসিয়ান অতীত,
যেখানে প্রেম শুধু শরীরের সীমা নয়—
বরং, আত্মার দীর্ঘ এক প্রতিধ্বনি।
তুমি কি জানো—
তোমার ৪০ তম জন্মদিনেও আমি এক নতুন কবিতা লিখলাম ,
যেখানে বয়স পরাজিত হয় সৌন্দর্যের কাছে,
অভিজ্ঞতা হার মানে একটিমাত্র নির্ভার হাসিতে।
তুমি কিন্তু বিবাহিতা এক নারী—
তবু ভালোবাসা কখনো বিয়ের দেওয়ালে থেমে যায় না।
তোমার নীরবতা আমার শব্দ হয়ে উঠুক,
তোমার হাসির ছন্দে গেঁথে যাক সকলের হৃদয়ের গোপন ব্যাকরণ।
আজ কোনো এক জুলাই ২০২৬ তোমার জন্মদিন—
এই দিনে অনেকেই কৃতজ্ঞ থাকুক ঈশ্বরের কাছে,
যিনি সৃষ্টি করেছেন এক এমন নারী,
যার উপস্থিতি, হাসি কথা নিঃশ্বাসে এক নতুন কবিতা জেগে উঠুক।
তুমি চিরকালীন, তুমি শাশ্বত,
তুমি সময়ের বাইরে দাঁড়িয়ে থাকা এক ভালোবাসার মূর্তি হয়ে ওঠো।
এই ৪০তম জন্মদিনে
তোমার চোখে যেনো আমি দেখি আগামী পঁচিশ শরতের পূর্বাভাস।
তুমি থেকো, এইভাবেই—
কারো ভালোবাসার স্পর্ধায় দীপ্ত,
সাহিত্যের গভীরে প্রোথিত
এক অনন্ত স্প্যানিশ আই হয়ে।

