STORYMIRROR

Prof. Dr. Pranab kumar Bhattacharya

Abstract Romance Classics

4  

Prof. Dr. Pranab kumar Bhattacharya

Abstract Romance Classics

অব্যক্ত প্রেম

অব্যক্ত প্রেম

2 mins
267

অব্যক্ত প্রেম

লেখক-:প্রফেসর ডাক্তার প্রনব কুমার ভট্টাচার্য। এম. ডি (কোলকাতা বিশ্ববিদ্যালয়,): এফ আই সি পি (প্যাথলজি) 

পূর্বতন অধ্যক্ষ, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ,পালপাড়া মোড় , কৃষ্ণনগর,  নদীয়া জেলা , পশ্চিম বঙ্গ ।


পূর্বতন অধ্যক্ষ জে. এম. এন মেডিক্যাল কলেজে চকদহ। নদীয়া জেলা। পশ্চিম বঙ্গ 

পূর্বতন প্রফেসর এবং প্রধান প্যাথলজি বিভাগ পশ্চিম বঙ্গ সরকারের মেডিক্যাল এডুকেশন সার্ভিস ক্যাডারের 


কবিতার রচনা তারিখ ১৩.১০.২০৩৪  দুপুর ১৪.৪০

এডিট করা -: ১৪.১০.২৪ সকাল ৭ .১৭ 


কপিরাইট-:  একমাত্র প্রফেসর ডাঃ প্রণব কুমার ভট্টাচার্যের ।


রেসিডেন্স এর  ঠিকানা

মহামায়া এপার্টমেন্ট। মহামায়াতলা ১৫৪ নেতাজি সুভাষচন্দ্র বসু রোড,পোস্ট অফিস -গড়িয়া কোলকাতা ৮৪, 

E mail profpkb@yahoo.co.in 


  অব্যক্ত প্রেম


অবেলা কোনো দুপুরের ছায়ায়,  

একটি বটগাছের নীচে আমি ,  

মনে পড়ে যায়  সেই শিক্ষকের কথা—  

ক্লাসরুমের গন্ধ, বইয়ের পাতার সুর।  


আমার সেই শিক্ষকের হাসিটা,  

যেন ছিলো সাদা মেঘের কাঁধে সূর্য,  

তাঁর কথায় ছিল,  

পূর্ণতার জ্ঞান ও ভালোবাসার এক অমলিন বাণী।  


ছাত্রীটির ছিলো সাজানো বিত্ত এক জীবন,  

সামনে ছিলো বিয়ের পিঁড়ি,  স্বামী, সন্তান, ও সংসার 

কিন্তু মনের ভেতর তার,  গুমরে কাঁদে 

একটি চিরকালীন অব্যক্ত আকাঙ্ক্ষা।  


ঊনত্রিশ বসন্ত পার করে,  

এখন আমি বিবাহিতা,  তাতে কি? 

তবুও তার  সেই গভীরতা,  

আমার অন্তরকে এখনও  যে ছুঁয়ে যায়।  


তাঁর পাঠের ঝর্ণায়,  

আমি যে আজও সিক্ত হই, গোপনে  

ভালোবাসার ওই ছায়া,  

চলছে চুপিসারে, আর একান্তই  সেটা আমার।  

বয়সের পাটাতন ক্রমেই বাড়ে,  

আমার হৃদয়ের কোন সীমা নেই,  

শিক্ষক কিংবা ছাত্র,  বা ছাত্রী

এই ভালোবাসা জানে না কোন বাঁধন।  


একটি সাদা মৌমাছিকে ,  

যা কখনো হয়তো বা আর লেখাই হবে না,  

তাই কেবল মনে মনে বলি,  

আপনি আছেন, তাইতো আমিও আছি।  


প্লেটনিক প্রেমের এই আলোর দেশে,  

 স্মৃতির পাতা গুলো মাঝে মাঝে উল্টাই,  

অবিরাম চলুক এই ভালোবাসা,  

মনের মধ্যে, সবে নির্বিকার।  


Rate this content
Log in

Similar bengali poem from Abstract