STORYMIRROR

Sankhadip Sen

Drama

3  

Sankhadip Sen

Drama

স্নেহের বাবা

স্নেহের বাবা

1 min
20.1K


চলছিলাম চঞ্চল এক বৃষ্টি ভেজা পথে

একটু জল একটু কাদা,বাঁচিয়ে কোনোমতে।


ছাতা হাতে গুটি পায়ে চলছিল যে সে,

ইস্কুলে র তাড়ায় বাবার হাত ধরে ছোট্ট একটি মেয়ে।


ভাবলাম কই গেল সে দিন যেদিন আমি, কোন অজানা আনন্দে অজানা উল্লাসে

হাঁটতাম ঠিক ওমনিটি করে আমার স্নেহের পিতার পাশে।


যদি ফিরে পেতাম একটা সুযোগ ঠিক ওমনিটি করে বাবার হাত ধরে পথের ধারে একা‌‍‌,

বলতাম বাবা তুমিতো আমার ভগবান, তুমি না থাকলে আমি পথ কি পেতাম দেখা?


Rate this content
Log in

Similar bengali poem from Drama