দূরের পর্বত
দূরের পর্বত
মেঘের মাঝে তুমি দাড়িয়ে থেকে দেখো চেয়ে সারা জণৎ
আমি চাহিয়া তেমারে দিকে পাইনা খুঁজে পথ।
যদি ভেসে যেতাম পাখি হয়ে নীল গগণের মাঝে দিয়ে
মেঘের ডাকে বলতাম তোরে, তুমি মহৎ তুমি পর্বত।
তোমার চূড়ায় একটু ঠাই, আমি যদি কভো পাই
তবে বে চেয়ে বুঝি দেখব কতো
তোমার হৃদয়ের বৃহত্য।
যখন আসবো একদিন তোমার তীড়ে
জনো দিয়ো না আমায় ফিরিয়ে,
টেনে নিয়ো তোমার কাছে মোরে
বুকের মাঝে আদর করে।