STORYMIRROR

Joydeep Chakrabortty

Abstract Tragedy Others

3  

Joydeep Chakrabortty

Abstract Tragedy Others

সমুদ্র ফিরিয়ে দেয় কিছু, বাকিটা গচ্ছিত থাকে

সমুদ্র ফিরিয়ে দেয় কিছু, বাকিটা গচ্ছিত থাকে

1 min
179

নগ্ন ঢেউ ফিরে যায় চুম্বন করে -

                            আমায়

দিনের সমুদ্র-বায়ু আজ বড় মুখর।

সূর্য ডুবতেই জলে ভাসে সহস্র হীরক। 

রাতের শান্ত ঢেউ-এ, দোল খায় চাঁদ।

খুবলে খাবার চেষ্টায় জোনাকির দল।

নোনা বাতাসে আঁশের গন্ধ।

ধীবর কন্যার চোখে বিষণ্ণতা।

হতাশার মেঘ চুষে খায় চাঁদ,

কষ বেয়ে গড়িয়ে পড়ে পাতলা জ্যোৎস্না।

শতাব্দী-প্রাচীন জঠরাগ্নি গিলে ফেলে -

                         সবকিছু।

ফিরিয়ে দেয় অস্থি কাঠামো।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract