STORYMIRROR

Mousumi Chatterjee

Children

3  

Mousumi Chatterjee

Children

স্কুলবাড়ি

স্কুলবাড়ি

1 min
184


ভারত দেশে কোভিড এসে করল সর্বনাশ,

কেউ পড়ল কবলে তার, কেউ কাটালো পাশ।

সব চাইতে হল ক্ষতি পড়ুয়াদের যত,

ঘটল না আর কিছুই তাদের স্বাভাবিকের মতো।

ভাইরাসটাই আটকেছে আজ স্কুলে যাওয়ার পথ

দুঃখ-কাদায় আটকে গেছে মন খুশির ওই রথ।

কিন্তু হঠাৎ আগের রাতে দেখি ঘুমের ঘোরে,

স্কুলবাড়িটা নিয়ে যেতে চায় হাতটা আমার ধরে।

বললে আমায়, “আসবে কবে তোমরা আমার কাছে?

ভাবছ তোমাদেরকে ছেড়ে স্কুলটা ভালো আছে?

নেই তো আমি আনন্দেতে, মনভরা খুব দুখ,

তোমরা ছাড়া কেই বা আমায় পারবে দিতে সুখ?”

আমি বলি, “কক্ষনো আর ভেবো না এই কথা,

তোমায় ছেড়ে থাকতে মনে লাগছে সবার ব্যাথা।

আমরা সবাই ফিরতে যে চাই আবার তোমার কাছে,

পড়ব ক্লাসে, খেলব মাঠে, চড়ব আমের গাছে।

অনলাইনে বন্ধুরা সব যখন বলি কথা,

দোলনাগুলোর কথা ওঠে, দেয় মনে খুব ব্যাথা।

যে বাগিচা সারাবছর থাকত ফুলে ভরে,

কতই না তার শুকিয়েছে গাছ, কতই গেছে মরে।

আমরা আবার ফিরব ঠিকই,” করল শান্ত তাকে

প্রার্থনা তাই করি যেন স্কুলটা ভালো থাকে!



Rate this content
Log in

Similar bengali poem from Children