Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!
Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!

AYAN DEY

Children Stories Drama

2.5  

AYAN DEY

Children Stories Drama

লুচিকথা

লুচিকথা

1 min
1.5K


টগবগে ওই ক​ড়াই ভরা

তেলটা গরম করে,

ছোট্ট লেচি বেলে তুমি

ফেললে আরাম করে।


গন্ধ আমি ছ​ড়িয়ে দিলাম

গলির মোড়ে মোড়ে,

বাষ্পভরে ফুলকো হলাম

আস্তে ধীরে ধীরে।

কাঁসার প্লেটে বসলে পরে

হাতার বুকে বসে,

একটুকরোই যাবে নিয়ে

আলুরদমের দেশে।


ধনেপাতা লাগবে মুখে,

আদা-লেবুর চাকনা;

বাকি কথা পরে হবে,

ওসব এখন থাকনা!


Rate this content
Log in