STORYMIRROR

Afrin Zeraj

Tragedy Inspirational Thriller

3  

Afrin Zeraj

Tragedy Inspirational Thriller

শূন্যের ভিতরে ঢেউ

শূন্যের ভিতরে ঢেউ

1 min
295

আকাশটা মেঘলা,একটু কালো মেঘের ঘনঘটা


ভাবনায় উঁকি দিচ্ছে সেই মন খারাপের গল্পটা।


কী সেই গল্প?কোনো বিষন্ন অতীত?


নাকি বর্তমান ঘেরাটোপের মাঝে কোনো অসম্পূর্ণ পীড়িত!


আচ্ছা! আদৌ কি সেটা মন খারাপের গল্প?


যেন হাহাকারের মাঝে উল্লাস অল্প অল্প।


ওই কালো মেঘ কি সর্বদা বিরাজমান?


সাদা মেঘেরও তো অধিকার থাকে সমান সমান।


তাহলে কোথায় আকাশ মেঘলা?কোথায় আমি একলা?


হোক না গল্প অসম্পূর্ণ! থেমে তো যায় না পথ চলা!


মেনে নিলাম অতীত ছিন্নভিন্ন, বর্তমান বিষন্ন,কিন্তু ভবিষ্যৎ?


তার তো চাহিদা অসামান্য, আকাঙ্ক্ষা প্রবল, স্বপ্ন বৃহৎ।


সব অন্ধকারেই কি চোখ বুজিয়ে ফেলতে হয়?


কখনো অন্ধকার ভেদ করে তাকালে শেষপ্রান্তে একটা আলোর বিন্দুও দেখা যায়।


ওই আলোটা এমন আঁকিবুকি কাটে! যেন এক নরম তুলি,


সেই তুলির আঁচড়ে মন লাফিয়ে ওঠে! যেন এক চঞ্চল কাঠবিড়ালি।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy