STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Romance Classics Others

3  

আরিয়ানা ইচ্ছা

Romance Classics Others

শুধু তোমায় ভালোবেসে ❞

শুধু তোমায় ভালোবেসে ❞

1 min
196


আমার রাত জাগার সংগি হতে হবে তোমায় শেষে,


তুমি তৈরী থেকো প্রিয় আমার, করবে তবে এসে।


আমি আছি বড় বিবাগী মন,


একলা জীবন ভেসে,


খেয়াঘাটে নাইতে নেমে,


শ্যেওলার পাশ ঘেঁষে।


আমি ঘুরে বেড়ায়,


অন্ধকারে,


আমি পথ হাতরায়


বন্ধ দারে।


আছি বড় বেকায়দায় পড়ে,


তুমি এসো তবে, আমি যাওয়ার আগে মরে।



নিভৃতে চাই তোমায় আমি কোন কোলাহল ছেড়ে দূরে,


তুমি আসবে কবে জানিনা আমি, কত পথ ঘাট


ঘুরে ঘুরে।


হবে একলা ঘর আমাদের, তুমি ছাড়া ফাঁকা,


যত পূর্ণতা তোমার মাঝে, তুমি দিলে দেখা।


 

আমার একলা থাকা স্বার্থক হবে,


যখন থাকবে আপন বেশে,

আমি ধন্য হবো সেদিন শুধু

তোমায় ভালোবেসে।




સામગ્રીને રેટ આપો
લોગિન

Similar bengali poem from Romance