শুধু মাত্র নিজের জন্য
শুধু মাত্র নিজের জন্য
জীবন কি সহজ হতে পারে না ?
মানে প্রতি পদে পদে নতুন কিছু দেখানো দরকার ?
হ্যাঁ ঠিক আছে, না আমি নতুন জিনিস দেখতে পছন্দ করি
কিন্তু সব সময় মন যাই না
সব সময়, সব কিছু বদলে যাওয়া দেখার সাহস থাকে না
সব সময় আপন মানুষদের আসল রূপ দেখারও ইচ্ছা নেই
মাঝে মাঝে আমার খুব সাধারন জীবন-যাপন করতে ইচ্ছে করে
যেটাতে পুরোনো মুহূর্ত গুলোতে সৌন্দর্য্য আনে
যার মধ্যে কিছু পুরোনো বন্ধু, পুরোনো আমি,আর আমার সাধারন জীবন যেখানে কোনো উথাল- পাতাল থাকবে না
ক্লান্ত হয়ে যাই খুব বেশি ক্লান্ত হয়ে যাই,সামনে এগিয়ে যাওয়ার দৌঁড়ে,প্রতিমুহূর্তে নতুন কিছু শেখার জন্য যুদ্ধ করে
কখনও তো আরাম নিই কিছু সময় নিজের জন্য
শুধুমাত্র মাত্র নিজের জন্য............
