STORYMIRROR

ঋতু 💜🤞🏻💜

Fantasy Inspirational Others

3  

ঋতু 💜🤞🏻💜

Fantasy Inspirational Others

সে ছিলো

সে ছিলো

1 min
197

আজ অনেক দিন হলো তার সাথে কথা নেই,

জানি না সে কেমন আছে হয়তো 

আমার থেকে ভালো আছে

নতুন কে নিয়ে নতুন ভাবে


তুমি যে এইভাবে আঘাত দেবে বুঝতে পারিনি

পারলে হয়তো হাতটা ধরতাম না

আবার হয়তো তোমার দোষ নেই

দোষটা আমার....

কারন বিশ্বাসটা সাধারনের থেকে বেশি করেছিলাম


তোমার কথার ওই "আমি অন্যদের মতো না"

কথাটার বেশি গুরুত্ব দিয়েছিলাম

তোমায় বার বার বলেছিলাম আঘাত দিও না

আমি নিতে পারি না,কিন্তু তুমি শুনোনি

সেই দিলে আর যেটা দিলে সেটাতে একদম ভেঙে দিলে


তোমাকে জীবনে পেয়ে ভেবেছিলাম তুমি সেই

যার সাথে জীবন কাটানো যাবে

কিন্তু আমি ভুলছিলাম,তুমি সে ছিলে না

তুমি সেটা ছিলে যেটা থেকে আমি শিক্ষা পেলাম

যে শিক্ষা আমি সারাজীবন মনে রাখবো.....


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy