Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!
Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!

Piyanki Mukherjee

Abstract

2  

Piyanki Mukherjee

Abstract

শর্ত উজ্জাপন

শর্ত উজ্জাপন

1 min
699


লক্ষ্মণরেখা কেটেছে সধবা চাঁদের আতঙ্ক , 

আজও তাই সবিন্যাসে খাক্ হচ্ছে গহীন , 

প্রতিশোধপ্রবণ পাতা পৌনে পঁয়ত্রিশ ঘা বেত সয়ে নিয়েও  সূর্যের বুকে ঢলে পড়ছে বেহায়ার মতো ...

চিরকালীন একমাত্রিকতায় ।


শরীরে সাংসারিক উল্কি বিঁধিয়ে গভীর সংকেত কড় গুনে লিখে রেখে,   

চৌকাঠ আর খিলানের মধ্যে সরলরেখা জুড়ছে যে, সে আজন্ম সংগম আমার। 


পড়ন্ত বৃত্তান্ত এবং কিছু পোড়া অধ্যায় 

অনুশীলনীর মধ্যবর্তী উদাহরণে বিগত সহবাসের ইজারা। 

  

চুম্বনের ভর্তুকি  কিস্তিতে জরিপ করে, 

ঋণ মকুবের সাথে  অনাহারী বসন্তদাগ উজ্জাপন করে যে নির্দ্বিধায়...

সে-ই জন্মান্তরের দাম্পত্য আমার। 


চুর্ণীত শিলা তবু জীবাশ্ম দগদগে, 

মুদ্রণযন্ত্রে অতিথিআপ্যায়ন রীতির নিয়মাবলী, 

ঘুমন্ত বিছানায় ছড়িয়েছিটিয়ে থাকা লালাভেজা নীরবতায়...

বিচ্ছেদ, তনহাই আর খামোশি মুহূর্তযাপনে সমার্থক করে তোলে যে, 

সে-ই অবশ্যম্ভাবী সর্বকালীন প্রেমিক আমার।


Rate this content
Log in

More bengali poem from Piyanki Mukherjee

Similar bengali poem from Abstract