শর্ত উজ্জাপন
শর্ত উজ্জাপন


লক্ষ্মণরেখা কেটেছে সধবা চাঁদের আতঙ্ক ,
আজও তাই সবিন্যাসে খাক্ হচ্ছে গহীন ,
প্রতিশোধপ্রবণ পাতা পৌনে পঁয়ত্রিশ ঘা বেত সয়ে নিয়েও সূর্যের বুকে ঢলে পড়ছে বেহায়ার মতো ...
চিরকালীন একমাত্রিকতায় ।
শরীরে সাংসারিক উল্কি বিঁধিয়ে গভীর সংকেত কড় গুনে লিখে রেখে,
চৌকাঠ আর খিলানের মধ্যে সরলরেখা জুড়ছে যে, সে আজন্ম সংগম আমার।
পড়ন্ত বৃত্তান্ত এবং কিছু পোড়া অধ্যায়
অনুশীলনীর মধ্যবর্তী উদাহরণে ব
িগত সহবাসের ইজারা।
চুম্বনের ভর্তুকি কিস্তিতে জরিপ করে,
ঋণ মকুবের সাথে অনাহারী বসন্তদাগ উজ্জাপন করে যে নির্দ্বিধায়...
সে-ই জন্মান্তরের দাম্পত্য আমার।
চুর্ণীত শিলা তবু জীবাশ্ম দগদগে,
মুদ্রণযন্ত্রে অতিথিআপ্যায়ন রীতির নিয়মাবলী,
ঘুমন্ত বিছানায় ছড়িয়েছিটিয়ে থাকা লালাভেজা নীরবতায়...
বিচ্ছেদ, তনহাই আর খামোশি মুহূর্তযাপনে সমার্থক করে তোলে যে,
সে-ই অবশ্যম্ভাবী সর্বকালীন প্রেমিক আমার।