শরীর
শরীর


এই শরীর টার কাছে আমি ঋণী, যদি না থাকতো , মনকে কোথায় এত সযত্নে রাখতাম আমি?
এই শরীরটার কাছে আমি ঋণী, আমার অনুভব কে শরীর ছাড়া কি করে জীবন্ত রাখতাম আমি?
এই শরীরটার কাছে আমি ঋণী, আমার জীবনকে এত প্রানবন্ত কি করে রাখতাম আমি?
এই শরীরটার কাছে আমি ঋণী , আমার যত বেদনাকে শরীর ছাড়া কি করে ধরে রাখতাম আমি?
শরীর শুধু আমার, এর অনুভব আমার একার, শরীরের মৃত্যুর সাথে শেষ হবে আমার অভিযান।