❝শ্রাবণ জানে মনের কথা❞
❝শ্রাবণ জানে মনের কথা❞
মন চায় শুধু বৃষ্টিতে ভিজি সারাক্ষণ,টাপুর টুপুর বৃষ্টি পড়ে যতক্ষণ।
খেয়াঘাটে নৌকৌ মেলায়
নিই যদি অংশ,
বৃষ্টি মুখর পরিবেশে লাগে
বৃষ্টির বংশ।
চারিদিকে বর্ষামুখর, তা ফুরোলে বাড়ে ব্যথা,
কেমন লাগে মনে, শ্রাবন জানে মনের কথা।
