Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manik Goswami

Tragedy Classics

3  

Manik Goswami

Tragedy Classics

শিক্ষার দাম

শিক্ষার দাম

1 min
298



স্কুল কলেজের গন্ডি পেরিয়ে সনদপত্র হাতে,

চাকুরীর তরে ঠুকে মরি মাথা, ঘুরছি যে পথে পথে |

বেকার আমি সমাজের চোখে, নিজের ঘরেতে বোঝা;

জ্ঞানের ভান্ডার শূন্য নিশ্চয়ই, ডিগ্রি পাওয়া তো সোজা |

পয়সা ঢেলেই সব পাওয়া যায়, বিদ্যে যায়না পাওয়া;

প্রতিবেশীর বক্র উক্তি চূর্ণ করিছে হিয়া |

শৈশব কালে ঘরেতে জেনেছি বিদ্যার দাম বড়ো,

গাড়ি চড়ার বাসনা পূরণে মন দিয়ে পড়া করো |

সময়কালে শিক্ষা পেলাম নীতির ধরো না ধার,

আগ্রাসী ভাব, লোলুপতায় ভরে গেছে সংসার |

ছলে, বলে আর কলাকৌশলে নিজেকেই করো ধনী,

বিনয়ী শিক্ষায় বিদ্বান যারা তাদের কপালে শনি |

দাদা, মামাদের আশীর্বাদে নিয়তির চাকা ঘোরে;

সক্রিয় হয়ে নয়কে ছয়, শুধুই টাকার জোরে |

পড়াশোনা, বুদ্ধি-বিবেক, দাম নেই কারো কাছে;

সাক্ষাৎকারের বাহানা বোঝায় শিক্ষার দাম মিছে |

অফিসের দোরে ঘুরে ঘুরে যবে ভাগ্যকে দোষ দেবে,

টাকার জোরেই উচ্চাসনে ধূর্ত, কপটে রবে |

তোমার কপালে লেখাই রয়েছে স্বপ্ন দেখা যে ভুল,

পাড়ার রোয়াকে আড্ডা মেরে পাথারে পাবে না কূল |


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy