শহীদ জওয়ান
শহীদ জওয়ান




দুঃসংবাদ এমনই এলো আমার এই রাষ্ট্রে শোক পালন করতে বাধ্য ।
ঐ রাজ্যে শেষ কোনও পায়রার পালক ঝরতে দেখল না কেউ ।
আমরা আমাদের খালি চোখ রেখেছি খবরের কাগজে, টিভির পর্দায় ---
আমরা ফেসবুকে ছবিগুলোর পাশে
Rest In Peace এর শর্ট ফর্মে RIP লিখেছি শুধু,
ইমোশনে রেখেছি Feeling Sad ।
আমরা ফেসবুকে কয়েকগুচ্ছ কবিতা লিখেছি শুধু---
খিস্তি দিয়েছি এই সরকার এবং তার প্রশাসনকে,
তবুও অস্ত্র হাতে ছুটে যাইনি জঙ্গিদের ঘেরাটোপে,
আগুন জ্বালাইনি তাদের ডেরাগুলোত ।
আরও কয়েকটা মায়েদের বুক খালি হলো,
আরও কয়েকটা চাকরির সীট খালি হলো ।
এইবার বেকার যুবক কিছু হয়ত চাকরি পাবে -
কিন্তু সেইসব মায়েদের কোল ভরে উঠবে না কোনোদিন,
স্ত্রীদের সিঁথি রাঙা হয়ে উঠবে না ---
ফিরে আসবে না সন্তানদের বাবা কোনোদিনও আর ঘরে ।
রক্ত দেখেছি, মৃত্যু দেখেছি, কান্না দেখেছি, মোমবাতি মিছিল দেখেছি ।
তবুও আমরা আগুন জ্বালাইনি কেউ নিজেদের ভিতরের শিখাগুলোতে,
তবুও অস্ত্র হাতে ছুটে গিয়ে দাঁড়াইনি জঙ্গিদের মুখোমুখি ।
অথচ জওয়ানরা আমাদেরই জন্য শহীদ হয়ে গেলেন ।