ফুলের বাড়ি
ফুলের বাড়ি




ছুটির আকাশ, মেঘ জড়ো থাক,
গল্প সবই সুগন্ধময়
টিফিন চুরির ক্লাস ঘুরে বাঁক
ছোট্ট পায়ের অবাধ্য জয় ।
বই ছিঁড়ে যায়, মাথায় অকাজ,
অংক দিলে পালায় মন
বুক পকেটের চিরকুটে ভাঁজ
ছোট্টবেলার বন্ধু ক’জন ।
পাশ-এর পাশে ফেল ধরে কাঁধ
কমপ্লেনেও বাড়ছে না কেউ
সুন্দরী ম্যাম দিলেও আঘাত
স্বপ্নে হাসে স্বভাব-শ্রেয় ।
সোনালী সেসব স্কুল-সময়
খুঁজতে গেলে স্মৃতিও ভারী ।
ফিরতে গেলে জন্মাতে হয়
মৃত্যু শেষে ফুলের বাড়ি ।