মা
মা




মাটির উপর আকাশ-চাঁদ
শরীরটুকু মাঝখানে ,
মনে কিরূপ ক্ষয় জমে
সেতো কেবল মা জানে ।
এমনতো নয় সব পেয়েছি
চাওয়ার মতো নেই কিছু আর
ক্লান্ত হলেই কোল খুঁজেছি
আশীর্বাদে পা ছোঁয়ার ।
হাল ছেড়ে দেয় মন যখন
শরীরটাও হার মানে,
ভরসা কেমন শক্তিশালী
দিতে কেবল মা জানে ।
তবুও যেন অবাধ্য চোখ
ঘুম আসে না রোজ রাতে,
অসীম স্নেহের খোঁজ নিতে
মায়ের বুকে বুক পাতে ।
অনন্তকাল পার করে
যখন ফেরার পথ বাঁকে,
দরজা খুলে অপেক্ষায়
কেবল মায়ের চোখ থাকে ।