Supam Roy
Drama
লেখক সুপম রায় কবিতাটি স্টোরিমিরর থেকে মুছে নেওয়ার সিদ্ধান্ত নিল।
কবিতাটি মুছে ...
Asadharan ekta lekha, na porlei miss... "স্যালুট তাদের শয়ে শয়ে যারা দু'বেলা জীবন বাজি রাখে, এ... Asadharan ekta lekha, na porlei miss... "স্যালুট তাদের শয়ে শয়ে যারা দু'বেলা ...
রাত জাগা পাখির গান তখন আমাদের পুঁথি পাঁজি... রাত জাগা পাখির গান তখন আমাদের পুঁথি পাঁজি...
তারাময় ছায়াপথে আজ অস্থিরতার স্বীকার তারাময় ছায়াপথে আজ অস্থিরতার স্বীকার
এ পৃথিবী এখনো মৃতের স্তূপ নয় মাগো... এ পৃথিবী এখনো মৃতের স্তূপ নয় মাগো...
এই দুর্নীতি অন্তে আমিও পরে থাকবো, তুমিও পরে থাকবে। এই দুর্নীতি অন্তে আমিও পরে থাকবো, তুমিও পরে থাকবে।
বৃক্ষপাতা হাস্য করে , রং ফেরে তার হরিদ্রায় ... বৃক্ষপাতা হাস্য করে , রং ফেরে তার হরিদ্রায় ...
তাদের পরিচয় দিতে গেলে, 'ভদ্র'-লোকের গলার স্বর নেমে যায় তাদের পরিচয় দিতে গেলে, 'ভদ্র'-লোকের গলার স্বর নেমে যায়
মাঝে মাঝে মনে হয় মা কি এই জন্যেই নিজের জীবনটা বিসর্জন করে দিল... মাঝে মাঝে মনে হয় মা কি এই জন্যেই নিজের জীবনটা বিসর্জন করে দিল...
এইসব ক্যাটালিস্টের প্রয়োজন ফুরোলেই আসলে আমরা ভীষণ ভালোবাসি একে অপরকে এইসব ক্যাটালিস্টের প্রয়োজন ফুরোলেই আসলে আমরা ভীষণ ভালোবাসি একে অপরকে
মা এর থেকে শাখা পলা কিনতে ফিটন গাড়ী চেপে... মা এর থেকে শাখা পলা কিনতে ফিটন গাড়ী চেপে...
পেয়েছি পুত্র পরিচয় পেয়েছি পুত্র পরিচয়
শুনেছি, পাপীরা মৃত্যুর পর নরকে যায়... শুনেছি, পাপীরা মৃত্যুর পর নরকে যায়...
-তবে এক সত্যি সৈনিক হবার ইচ্ছে ছিল, কিন্তু সাহস কোথায়? -তবে এক সত্যি সৈনিক হবার ইচ্ছে ছিল, কিন্তু সাহস কোথায়?
ষড়জ পঞ্চমে যদি বেজে ওঠে রোদনসংরাগ ষড়জ পঞ্চমে যদি বেজে ওঠে রোদনসংরাগ
সত্য কবেই অস্ত গেছে তেপান্তরের পারে... সত্য কবেই অস্ত গেছে তেপান্তরের পারে...
হৃদয়ের সেই সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন চিলেকোঠা হৃদয়ের সেই সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন চিলেকোঠা
প্রথম বার তুমি যখন স্কুলে দিয়ে এলে...কেঁদে বাড়িই চলে এসেছিলাম প্রথম বার তুমি যখন স্কুলে দিয়ে এলে...কেঁদে বাড়িই চলে এসেছিলাম
না হয় নাইবা দুই অচীন পাখি নিবিড় অনুরাগে না হয় নাইবা দুই অচীন পাখি নিবিড় অনুরাগে
এতো কাণ্ডের পরেও মরিনি দেখো আমি এতো কাণ্ডের পরেও মরিনি দেখো আমি
.. প্রেমিক তুমি নিঃস্ব হওয়ার ক্ষমতা রাখো ? .. প্রেমিক তুমি নিঃস্ব হওয়ার ক্ষমতা রাখো ?