শােনা যায় সবুজের গান
শােনা যায় সবুজের গান
শােনা যায় সবুজের গান..
যেথা শাখায় শাখায়,ভরে রয় বনলতায়, ঘুচায় মনের ক্লান্তির অবসান,,।
যেথা তরুসাথে শুক সারি পাশাপাশি বসে,,
ভালােবাসা আর খুনসুটিতে,মেতে রয় অবিরাম,
ওই শােনাে.শােনা যায় সবুজের গান,,।
পাহাড়ের তলদেশে বিছানা সবুজের চাদর
মন চায় যেন,বসে থাকি অষ্টপ্রহর ,,
হিমেল হাওয়ায়,দোলা দিয়ে যায়,সবুজের সারি.,
যেন সবুজের মাঝে,প্রানের ছন্দ জাগে,
এক অপরূপ সমারােহ,এ যে জীবনের গান তােমার ই,
