সেই বসন্ত
সেই বসন্ত
আজ আবার সেই বসন্তকাল ,
রাতজাগা তারাগুলো মুহ্যমান l
তারা যেন চাইছে ছুটি l
কিছুটা স্বপ্ন, কিছুটা বাস্তব
কিছুটা প্রেম কিছুটা উদ্বেগ l
আর মাঝে এসেছিলে তুই ,
চেয়েছিলে তুই,
তোর চোখের সে আল্পনা
হয়ে ধরা দিয়েছিলো আমার কল্পনায় l
আজ আবার সেই বসন্তকাল ,
একই আছে সবই l
সকালের শালিকটাও গায় গান
ঠিক আগের মতো l
তাই আজ দ্বিতীয় বসন্তের দারে এসে হয় অদ্ভুত অনুভূতি l
বদল হয়নি কিছু ,
বদলেছে শুধু সময়,
বদলেছে জীবনের একটা পাতা,
হৃদয় চুড়ায় তা আলোক মাখা l
জীবনের খাতাটা যে অনেক বড়ো,
প্রতিটা পাতায় আছে লেখা,
মাঝে একটা পাতা ফাঁকা l
তুই আজ নেই বলবো না,
বলবো না তুই হারিয়ে গেছিস,
তুই আছিস আমার চোখের অন্তরালে ,
সারাজীবন আমি খুজবো দ্বিতীয় তোকে,
পাবো না হয়তো বা,না পাই,
তুই তো আছিস l
ফাঁকা পাতাটা শ্রদ্ধাঞ্জলি তোকে,
সারাজীবন আমি সাজিয়ে যাবো এই পৃথিবীকে ,
ঠিক যেমনটা সাজাতে চেয়েছিলাম তোকে l
আজ আবার সেই দ্বিতীয় বসন্তকাল l
,