Ignite the reading passion in kids this summer & "Make Reading Cool Again". Use CHILDREN40 to get exciting discounts on children's books.
Ignite the reading passion in kids this summer & "Make Reading Cool Again". Use CHILDREN40 to get exciting discounts on children's books.

Debabrata Sarkar

Others

3  

Debabrata Sarkar

Others

অভিমান

অভিমান

1 min
105


স্বপ্ন তোমার কাজল খানি দাও

তারার ছবি আঁকি,

কখনো তুমি দু হাত বাড়াও,

মনেতে রোদের আঁকিবুকি |

কখনো তুমি দু হাত বাড়াও,

দেখো তোমায় চিনতে পারি নাকি |


প্রথম দেখা তোমার আকাশ,

কেন লাগে উদাস উদাস,

নিয়তির কি পরিহাস,

শিউলি পাতায় গুমরে ফেরে ব্যর্থ নিঃস্বাস |

কুহেলির মায়াজালে ধরা পরা আবির মিলিয়ে যায়

তোমারি নয়নে ,

কুহেলি নয়নে,

আনমনে |


স্নিগ্ধ বাতাস তোমার কথা বলে,

মিষ্টি দুপুর আপন মনে চায় |

রাতের তারায় জেগে থাকো তুমি,

ভোরের দুস্টু কুয়াশায় |


হয়তো আমি হারিয়ে যাবো,

খুঁজে পাবে না আমায়,

হৃদয় মাঝে রেখে দেবো,

বাধ্য শুধু তোমায়|

ছবি গুলো দেখবে যখন,

পড়বে কি মনে আমায় তখন ?

আশার প্রদীপ নিভে হবে ম্লান,

ব্যাথা হয়ে উঠবে জেগে আমার অভিমান |



Rate this content
Log in