চেনো কি আমায়
চেনো কি আমায়


কে তুমি পরছো বসে আমার কবিতা খানি
সিক্তো বেদোনার তুলিতে আকা স্ব্প্ন মাখা লেখাগুলি |
অমি তো সেদিন ছিলাম একা,
আকাশ চিলো ঘন তারায় ঢাকা |
কেটে যায় দিন,
লালপরী নীলপরী রা ওড়না সরিয়ে বিদায় নেয় |
যখন সন্ধ্যা হয় প্র্তিটা পাড়ায়,
ঝাপ ফেলে দোকানীরা নেয় বিদায়,
পিচ ঢালা রাস্তা হয়ে পড়ে ক্লান্ত,
যখন লেজ গুটিয়ে কুকুরগুলো বিশ্রাম নেয়,
শোনা যায় স্তব্ধ ইটের দীর্ঘ্শ্বাস,
তখনো আমার দুবাহু ঘুরে চলে অবিরাম |
আমার নেই কোন বিরাম |
অগনিত মানুষের ভীড়ে হারিয়ে গেছি আমি |
তবু জীবনের ক্যানভাস তোমার রঙে রাঙানো |
আমি আছি,থাকব
চিরকাল তোমাদের শহরে,
এ শহরে |