Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Debabrata Sarkar

Others

3  

Debabrata Sarkar

Others

ছোঁয়া

ছোঁয়া

1 min
52


এক চিলতে ছাদের কোনায় 

রোদ্দুরের লুকোচুরি ,

আধো আলো দিগন্তের মেঘে 

আঁকা তোমারি ছবি |

ঝাপসা শহরের হাজার বিজলীর আলোর মধ্যে পাই না প্রাণ ,

নিরব শহরে ইটের মাঝে নেই কোনো গান |

শুধু দেখি তোমারি মুখ,

তোমার মিষ্টি হাসির ঝলক চেনে নিজেকে |

আমার অনুভূতি গুলো তোমার আঙুলের মাঝে লুকিয়ে থাকা কোমল হাওয়া |

তার স্পর্শে খুঁজে পাই নতুন ঠিকানা ,

জলভরা চোখে মোমের প্রদীপে ,

জমে থাকা নিঃশ্বাসে

খুঁজে পাই তোমায় |

তাই তোমার ছোঁয়া চাই ,

শুধু তোমার |


Rate this content
Log in