আনমনা পরী
আনমনা পরী

1 min

149
কল্পনা যখন সীমানা ছাড়ায়,
অবাধ হয়ে হাত তা বাড়ায় |
অচেতন মন তোমায় ছুঁতে চায় ,
সীমানা ছাড়িয়ে ওই ঠিকানায় |
অভিমানী তুমি,
এতো অভিমান তোমার ?
অভিমানী হয়ে ছলোছলো চোখে ,
আমাকে অবহেলায় রেখে যাও চলে ,
একি তোমার অহংকার?
মনে পরে যেদিন তোমায় দিয়েছিলাম শ্রদ্ধাঞ্জলি,
কত স্মৃতি ভেজা সেই দিনগুলো ,
তোমাকে দেওয়া আমার প্রথম অঞ্জলি |
সাজিয়েছিলাম দোপাটির ডালি তোমার জন্যে ,
দিয়েছিলাম প্রদীপের আলো|
দেবী তুমি,
তুমি অপরূপা,
আমার কাঙ্খিত হৃদয়ের নীলিমা ,
আমার স্বপ্ন পরী আনমনা |