STORYMIRROR

Debabrata Sarkar

Others

3  

Debabrata Sarkar

Others

রূপকথার তুমি

রূপকথার তুমি

1 min
61

রূপকথা হয়ে এলে

 তুমি আমার স্বপ্ন পরী,

সন্ধ্যাতারা হয়ে থেকো তুমি,

জাগিয়ে তোমার তরী

দুঃখ পেলে মন যেমন তোমার কোলে মুখ লুকায়,

আনন্দাশ্রুতেও মন তোমায় ছুতে চায়|


সীমিত হাসির অন্তরালে,

অগ্নিশিখার বহ্নিজ্বালে ,

তোমার সুর আমাকে হারায় দিগন্তে বহুদূর |

অনির্বান আলোতে অবসান হয় সৌপ্তিক কালিমার ,

উদ্ভাসিত হয় তোমার নীলিমা|

অঝোর ধারায়,সিক্ত মনের আঙিনায় ,

বৃষ্টি নাচে তোমার পায়ে পায়ে ,

তোমার পায়েল র তালে তালে সুরের মূর্ছনায় ,

আমার অবাদ্ধতায় ,

তোমার প্রয়াসে,

আমার অভিলাষে |



Rate this content
Log in