স্বপ্নের পাতা
স্বপ্নের পাতা
স্বপ্নের পাতায় লেখা আমার,
সূর্যের রঙে রঙিন আলোর ঝর্ণা।
পৃথিবীর পার্শ্বে বসে থাকি,
মেঘের মধ্যে আমার ছোঁয়া ধরা।
স্বপ্নের পাতায় আমি লেখা,
চাঁদের আলোয় স্নেহবাণী মেখা।
মন ভরে রঙিন ছবি চোখে,
হৃদয়ে গোপনে মিলন সঞ্চা দেখা।
স্বপ্নের পাতায় কবিতা লেখা,
মেঘের মধ্যে আলোর মেলা দেখা।
সুরজ ডুবে যায় সমুদ্রের সীমানায়,
আমি কবি পানে স্বপ্নের পাতা দেখা।

