চাঁদের আলো
চাঁদের আলো
চাঁদের আলোয় তোমার মুখ,
মুগ্ধ করে মন।
তোমার হাসিতে পৃথিবী,
রঙিন হয়ে যায় ক্ষণ।
তোমার চোখের গভীরে,
খুঁজে পাই স্বপ্নেরা।
তোমার ভালোবাসায় আমি,
জীবন খুঁজে বেড়াই সারা।
তুমি আছো পাশে,
আলো-আঁধারের খেলা,
তোমার স্পর্শে মনে হয়,
জীবন হয়েছে মেলা।
