রাতের তারা তুমি
রাতের তারা তুমি
রাতের তারা তুমি
নিশীথের নীরবতায়, তুমি এলে চুপিচুপি,
আঁধারের আড়ালে, আলো হয়ে জ্বলো তুমি।
রাতের তারা তুমি, স্বপ্নের রঙে মাখানো,
তোমার স্পর্শে হৃদয়, রঙিন হয়ে যায় প্রাণো।
জোছনার মায়াবী আলোয়, তোমার মুখের ছবি,
তোমার হাসির মিষ্টি, আমার প্রাণে দোলায় রবি।
রাতের তারা তুমি, ভালোবাসার সুধা,
তোমায় পেয়ে মনে হয়, জীবন আমার পূর্ণতা।
তোমার চোখের মায়ায়, হারিয়ে যাই আমি,
তোমার ভালোবাসায়, বেঁচে আছ
ি প্রতিদিন।
রাতের তারা তুমি, আকাশের এক টুকরো,
তোমার প্রেমে জড়িয়ে, জীবন আমার সোনালি শিখর।
তুমি আছো পাশে, ছুঁয়ে দাও মন,
তোমার ভালোবাসায়, পূর্ণ হয় এই জীবন।
রাতের তারা তুমি, আমার হৃদয়ের রাণী,
তোমার জন্যই বেঁচে আছি, তোমার জন্যই বেদনার গীত গাই।
তোমার নাম ধরে, নিশীথে জেগে থাকি,
তোমার প্রেমের ছোঁয়ায়, স্বপ্নের দেশে হারাই।
রাতের তারা তুমি, চিরকাল থাকবে আমার,
তোমায় ছাড়া এই জীবন, বেদনায় ভরা আঁধার।