স্বপ্ন
স্বপ্ন


স্বপ্ন আমার ছেলেবেলার,
মানুষ হওয়া হলো না আর।
জীবন নামের ছেলেখেলার,
সে সব কথা বলো না আর।
তখন নেহাত ছেলেমানুষ,
স্বপ্ন ছিলো আকাশ ছোঁয়া।
গ্যাসের জোরে উড়তো ফানুস,
আজ শুধু তার দেখি ধোঁয়া।
বয়স বাড়ে আর আশা কমে,
তবু যেমন ছিলাম তেমন খাঁটি।
তবে উড়িনা আর গ্যাসের দমে,
তাই এখন আমার স্বপ্ন মাটি।