স্বপন প্রেমিকা
স্বপন প্রেমিকা


দিনের শেষে গভীর রাতে
স্বপ্ন রাজ্যে যাই শ্রোতে ভেসে,
খুঁজে পাই এক মনের মানুষ
রাজকন্যার বেশে।
রূপখানি তার নজরকাড়া
দেখে জানো হয়ে যই দিশেহারা,
কি বলি তাকে ডানা কাটা পড়ি?
নাকি রাতের আকাশের নীল ধ্রুবতারা?
তার নেশাতেই বিভোর হয়ে
সুন্দর ঐ মুখপানে চেয়ে,
রাতখানি কাটে মধুর ভাবে
বিছানাতে শুয়ে।
দিনের আলোয় কা কা রবে
চোখ মেলে দেখি স্বপ্ন সবই
স্বপ্নটাকে ভুলে আবার
বাস্তবের হাত ধরি।
পুরনো সেই রুটিন ধরেই
দিনের শুরু করি ।।