কলঙ্কিত চাঁদ
কলঙ্কিত চাঁদ

1 min

1.1K
ছোট্ট বেলায় চাঁদকে সবাই মামা বলে ডাকে,
বড়ো হলেই চাঁদের মধ্যে দেখে প্রেমিকাকে।
নতুন কেউ জন্ম নিলে চাঁদের মতো সবাই বলে,
চাঁদকে সবাই বসিয়েছে সৌন্দর্যের শীর্ষাসনে।
দুর থেকে সবই লাগে ভালো,
ভালো লাগে তাই ঐ চাঁদ টাকে।
কাছে থাকলে বোঝা যেত,
চাঁদের কালো কলঙ্ক কে।।