STORYMIRROR

Priyanka Bhuiya

Abstract

3  

Priyanka Bhuiya

Abstract

স্বীকারোক্তি

স্বীকারোক্তি

1 min
301


রোজনামচার এই অভ্যস্ত জীবনীতে ছন্দপতন,

মনের ক্যানভাস জুড়ে জেগেছিল স্মৃতিকথারা,

চলৎশক্তিহীন স্থবিরতা গ্রাস করেছিল মনকে,

ভাবনাগুলোও লাট খাচ্ছিল ঠিক ঘুড়ির মতো,

দগ্ধ হৃদয় ভুলেছিল কালি আর কলমের খেলা,

অমানিশার গহন আঁধার কাটালো রঙমশাল,

জীবনের সুতীব্র সংকেতেই প্রাণের হাতছানি,

প্রকট হল এক তিমিরবিনাশী আলোকবর্তিকা,

আবার ঘুরে দাঁড়িয়ে বাঁচতে শেখালেন তিনিই,

ভালোবেসে শেখালেন জীবনকে ভালোবাসতে,

টুকরো ইচ্ছেরা মেলল ডানা নিঃসীম মহাশূন্যে,

চুপকথারা বৃষ্টি হয়ে ঝরল অঝোর ধারাপাতে,

অনুপ্রেরণার পারদেই আবার জীবনের উত্তরণ,

হলাম স্নেহধন্য, কাছে টেনে করে নিলেন আপন,

'আমার মেয়ে পিকু' সম্বোধনে নিশ্চিন্ত ভরসাস্থল,

তাঁকে ঘিরেই আশকারা পায় বৃষ্টিমুখর আবদার,

লুপ্ত না হয়ে লিপ্ত হয়ে পড়ছি ক্রমশ আজকাল,

এই সম্পর্ক সহসা নয়, এই বন্ধন পূর্ব নির্ধারিত,

আজীবন চলার পথে পাথেয় নিরন্তর আশীর্বাদ,

প্রতিটি পদক্ষেপেই থাকুক সাথে থাকার আশ্বাস।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract