স্বাধীনতা
স্বাধীনতা


ওরা মেনে নিল,
আমি পারলাম না
দলে ওরা অনেক বেশি ছিল
আমি থেকে গেলাম এদের সাথে
পারলাম না ওদের মত হাত তুলে থাকতে
হাঁটতে উঠতে বসতে খেতে শুতে….
আমোদ-প্রমোদে ভাগ নিতে
পারলাম না
এরা বলেছিল, ওরা চায় না-মেনে নিতে
কিন্তু ভয় পায় মৃত্যুকে
তুই পাবি না
এগোনোর পথে সামনে দাঁড়াবে প্রতি পদে
বিচলিত হবি না
আমি হইনি, আমি হবো না
মৃত্যু এখন পাশের-বাড়ি, মৃত্যু আমার চেনা
অলোক সুবীর রঞ্জনা..
লক্ষ্য স্থির, হোক যত দুর্গম
এরা ঠিক বলে
স্বাধীনতা এমনি এমনি আসে না ।।