স্বাধীনতা
স্বাধীনতা
1 min
108
স্বাধীনতা মানে মনের মুক্তি
যুক্তি মেশানো কাজ
বন্ধন আছে ভালোবাসা মাখা
পাখা মেলে দাও আজ।
স্বাধীনতা মানে সকলের আমি
দামি সবারই স্বার্থ
দ্বন্দ্বের মাঝে ছন্দ মেলানো
বেলানো বাঁচার অর্থ।
স্বাধীনতা মানে খোলা আকাশ
হরেক রঙের খেলা
নোনা জলের দ্বীপ গুলিতে
যোগসূত্রের ভেলা।
স্বাধীনতা মানে স্বপ্ন দেখার
পূর্ণ অধিকার
অধিকার আর কর্তব্যের
হিসেব বরাবর।