Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

mousoom samanta

Inspirational Others

3  

mousoom samanta

Inspirational Others

-- স্বাধীনতা --

-- স্বাধীনতা --

1 min
204



             


পাঠ করছে কেহ সমাজের বিধ্বংসী কবিতা।

সমাজের মোড়লরা যখন চুপচাপ,

তখনই কেহ ধ্যানে মগ্ন....

কাল মার্কসের পুঁজি বাস্তবায়নের নেশায়।


ক্ষমতায় থাকা স্বৈরশাসক প্রতিহত করতে,মিছিলের শ্লোগানে দাবী তুলছে;

গণতন্ত্রের সচল করার আশায়

একদল সুবিধাবাদী সুশীল।

বিরোধী দলের মুখপাত্র

নজরুলের সাম্যবাদী আদর্শ, 


সুন্দর পৃথিবীর শাসন প্রতিষ্ঠার চেতনায়,

বঙ্গবন্ধু, নেলসন মেন্ডেলার ত্যাগী বিসর্জনকে;

কাজে লাগিয়ে গঠন করছে দল পূর্ণগঠন।


তবুও সমাজের প্রতিনিয়ত সমস্যা,

ধর্ষণ,খুন, অত্যাচার,গুম চলমান....

চোখ খুলতেই ভেসে আসে;

ভোরের দৈনিকগুলোতে।


সমস্যার সমাধান...?

যে দেশে সুশীল সমাজে, সক্রেটিসের নীতির অভাব

পথে পথে নিশ্চুপ রুদ্রের প্রতিবাদ...

সে দেশে বিজ্ঞান প্রযুক্তিতে,

আইনস্টাইনে জন্ম হওয়া প্রশ্নবিদ্ধ!


যে দেশে সাহিত্যে পা-চাটা পতিতার ভিড়ে....

শুয়ে থাকে কবি লেখক পদকের চিন্তায়,

সে দেশে রবীন্দ্রনাথ নিজেই পালাবে,

জীবনানন্দ ঘরে বসে প্রকৃতির ছবি আঁকবে....

সুকান্ত তার জীবনের অন্তিম কোরাস পাঠ করবে।


ক্ষিপ্ততার আগুন জ্বলতে জ্বলতে,

এভাবে নিভে যায় প্রতিবাদ

এভাবেই চলে যায় লেনিন, প্লেটো,এরিস্টটল।


ধর্ম হারায় কর্মে, পাপী হয় প্রভুত্বের;

ধর্মের দোহাই চলে ব্যবসা!

মাদ্রাসা,মন্দির,উপসনালয়ে।

ধর্ষণ প্রতিনিয়ত হয়, ধর্ষক মুক্তি পায়....

রাষ্ট্র নিশ্চুপ ক্ষমতাসীনের দাপটে।


এভাবেই সমাজ বিধ্বংসী;

অন্যায় অত্যাচারী কোন কবিতার লাইনে,


এভাবেই সমাজ অভিশপ্ত

পৃথিবীর প্রতিটা সমাজে।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational