STORYMIRROR

mousoom samanta

Tragedy Others

3  

mousoom samanta

Tragedy Others

__কবি__

__কবি__

1 min
303

আমাকে কবি বলো না,আমি কবিতা লিখিনি,কবিতা পড়িনি,

শুধু কবিতাকে ঝড়ে পরতে দেখেছি,

শুকনো পাতার মত পুড়ে মরে যেতে দেখেছি।


ঐ কবিতাকে দেখেছি শ্বশানের পথে-ক্ষুধার্ত,যেন দুরবিক্ষে তলিয়ে গেছে তার ভিটে-মাটি।

সেই কবিতাকে আমি,বুকে আগলে রাখতে পারিনি,

অবজ্ঞা-অবহেলা আর অনাদরে সে এখন অন্ধ....


সেই কবিতা আমি বুঝিনি,জানিনি কোনদিন,

শুধু তার চোখে বার্তা পেয়েছি নতুন দিনের-নতুন আলোর।

হ্যাঁ,আমি সেই বার্তা বাহক।

কালের খেয়ায় আবার এসেছি এই অর্ধমৃত পৃথিবীতে....


ঐ পায়ে ফেসা ফুল,ডাস্টবিনের পাশে পরে থাকা;

অসহায় নবজাতকের চোখ,

যেন হয় ধুসর অন্ধকার পৃথিবীর ছোট ছোট আলোকময় দ্বীপ।

অথবা এই অসভ্য পৃথিবীর বাগিচা।

অথচ, তারা পরে আছে পথে-ধুলোয়,

তাদের ভবিষ্যৎকারো মুঠোয় বন্দী।

আমি কী লিখব তার প্রতি-উত্তর ?

ঐ বঞ্চিত চোখ, ঐ পায়ে ফেসা ফুলগুলি

কেবলই একটি কবিতা খুঁজে প্রতিদিন-প্রতিমুহূর্তে,

যেন কবিতা এই অন্ধকার পৃথিবীতে মৃত,

যেন কোন এক বিশেষ শ্রেণীর আলোক উজ্জ্বলরঙমহলে,

অথবা বাজার অর্থনীতির লোভী চক্ষুতেবন্দী এই কবিতা।


যদি আমার একক পৃথিবী

ভেসে যায় কোনদিন জনতার জোয়ারে,

তবে শহরের আনাচে কানাচে

প্রতিটি রাস্তায় প্রতিটি প্রানে,

বিশাল অক্ষরে।

তোমাদের প্রিয় কবিতাটি

আমি লিখে দিয়ে যাব !!

যার নাম- স্বাধীনতা।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy