সাঁঝের বেলা
সাঁঝের বেলা


এক সময় বিকাল ফুরায়
গোধূলির রঙ দিগন্তে মিলায়।
থেমে আসে দিনের শব্দরা
ঘুমিয়ে পড়ে ক্লান্ত পাখিরা।
জোনাকীরা জ্বলে ঝিকমিক
রূপকথারা জেগে ওঠে চিকমিক।
এক সময় বিকাল ফুরায়
গোধূলির রঙ দিগন্তে মিলায়।
থেমে আসে দিনের শব্দরা
ঘুমিয়ে পড়ে ক্লান্ত পাখিরা।
জোনাকীরা জ্বলে ঝিকমিক
রূপকথারা জেগে ওঠে চিকমিক।