STORYMIRROR

Anindya Ghosh

Abstract Romance

2  

Anindya Ghosh

Abstract Romance

সাক্ষী

সাক্ষী

1 min
375

মেঘটা শুধু দিন গোনে আর আপনমনে ভাবে,

কদিন বাদেই বৃষ্টি হয়ে হঠাৎ ঝরে যাবে,

সেই যে দুজন হাত ধরে রোজ আনমনে পথ চলে,

হঠাৎ তাদের ভিজিয়ে দেবে দমকা হাওয়ার ছলে,

ঝরবে তাদের শরীর বেয়ে প্রেমের ধারা হয়ে,

বলবে, "আমায় এখনো কি চিনলি নাকো মেয়ে?

প্রথম যেদিন ধরেছিলি পরস্পরের হাত,

এই মেঘটাই সাক্ষী ছিল সকাল থেকে রাত,

প্রথম যেদিন বলেছিলি তোমায় ভালোবাসি,

এই মেঘটাই দেখেছিলো অশ্রুভেজা হাসি,

মনের ভিতর মন মিশেছে নেইতো সেথায় ফাঁকি,

আগুন একাই সব মিলনের সাক্ষী থাকে নাকি?"

এই বুড়ো মেঘ আজকে তোদের ভিজিয়ে দিয়ে বলে,

"দেখিয়ে দেব এই শ্রাবণেও কেমন আগুন জ্বলে!"


Rate this content
Log in

More bengali poem from Anindya Ghosh

Similar bengali poem from Abstract