দশভূজা
দশভূজা

1 min

1.9K
সবাই তোকে পাগলী ভাবে,
তুই যে মহামায়া,
পদতলে বিশ্বভুবন,
জগৎ যে তোর ছায়া,
তোর চাওয়াতেই সূর্য ওঠে,
বৃষ্টি ঝরে পড়ে;
তোর হাসিটাই পাহাড় বেয়ে
ঝরনা হয়ে ঝরে,
তোর ক্রোধেতে ভাসে ভুবন,
কখনো হয় খরা;
তুই যে আপন আঁচলতলে
রক্ষা করিস ধরা,
জগৎ যখন দেবী রূপে
করে যে তোর পূজা,
পাগলী তখন আপন রূপে
তুই যে দশভূজা