রূপকথা
রূপকথা
তখন ছিল আবছা বিকেল,
রংচটা রোদ,ঝাপসা আলো,
ছিল ক্লান্ত হাওয়া আর সাদাকালো শহর
সব বুঝি ফুরিয়ে গেল!
শ্রান্ত পাখি ঘরে ফিরে যায়
ডাকে তোমার নাম ধরে....
আমি চুপ করে বসে থাকি,
আর শুনি চুপকথারে....
নদীর ধারে আমার বাড়ি,
তেপান্তরের মাঝখানে...
জলছবিরা গল্প বলে
তোমার আমার সন্ধানে...
দিন চলে যায়,রাত আসে
চুপটি করে নিঃসাড়ে....
সব তারারা কথা বলে
ফিসফিসিয়ে ,অন্ধকারে।
আমি একলা বাঁচি, আমার গল্পে,
আমার নেশায়,ভালোবাসায়...
তুমি তোমার মতন, স্বপ্নরঙিন,
খোলা হাওয়া, হৃদয়পুরের রূপকথায়!
