STORYMIRROR

Siddhanjan Ray Chaudhuri

Children

3  

Siddhanjan Ray Chaudhuri

Children

রং তুলি

রং তুলি

1 min
507

সময় পেলেই রং তুলি তুলেনি হাতে,পুতুল দিয়েই শুরু করি।

আর শেষ হয় একটা পাহাড়, জল,গাছ, নদী, পুকুর, আকাশ।

রঙের ভিড়ে পুতুল হারিয়ে যায়।

আবার নতুন করে তাকে আঁকতে হয়।জঙ্গলের মাঝে পশু পাখিও আঁকি,

তবে বাবা তাদের ঠিক চিনতে পারেনা।প্রতিদিন ভুল বলে, গরুকে বলে জেব্রাটা বেশ হয়েছে।

জিরাফ আকলে বলে উট,আর টিয়াকে বলে কাক।।মা খুব বকে বাবাকে,

এই তুমি মিথ্যে কেন বলছো।।আমি কত রং দিয়ে আঁকি, মাঝেমাঝে,সব রং নীলে গিয়ে মেশে।

নীল জল, নীল আকাশ, নীল বাড়ি,সব কিছুই যেন হারিয়ে যায় নীলে।

নীল আমার প্রিয় রং।নীলের ওপর হলুদ সবুজ দিয়ে,আবার নতুন এক রাজ্য খুঁজে পাই।


Rate this content
Log in

More bengali poem from Siddhanjan Ray Chaudhuri

Similar bengali poem from Children