রাখি
রাখি


ভাই বোনের গণ্ডী ছাড়িয়ে রাখিপূর্ণিমার ব্যপ্তি অনেকদুর,
বন্ধুত্বের হাত বাড়ানো, শুভ চিন্তার আলো জড়ানো
রাখী এখন বড্ড দরকার। পৃথিবী যখন বুঝে পাচ্ছে
না কি ভাবে এই দৈত্যর সাথে লড়বে, কোন অস্ত্রে
তাকে পরাজিত করবে, সেইসময় যারা এই যুদ্ধক্ষেত্রে
মরীয়া হয়ে চেষ্টায় রত, তারা রাখীর বাঁধনে শক্তি পাক।
রাখীর স্পর্শে হয়ে উঠুক আকাশ নীল, ঢেউ আরও আনন্দে
আছড়ে পরুক সমুদ্র তটে, সবুজে সবুজ প্রান্তর গেয়ে উঠুক
বৃষ্টির গান, মাভৈই মন্ত্র উচ্চারিত হোক দিকে দিকে।