STORYMIRROR

Bimalesh Mukherjee

Romance Fantasy Others

3  

Bimalesh Mukherjee

Romance Fantasy Others

রাগ - রাগিণী ❤️

রাগ - রাগিণী ❤️

1 min
256

গানে গানে রাখব তোমায় স্মৃতিকনার অন্দরে,

প্রেমিক মনের বাসবী প্রিয়,অধিষ্ঠিত রাগ - রাগিণীর বন্দরে


ইমন রাগের মাধুর্য্য তোমায় করে তুলেছে অপ্সরা ওই উর্বশী,

কলাবতী র কলতানে আজ তুমি মোর রূপবতী প্রেয়সী


বেহাগ যদি না হয় রাজি,তবে রাগেশ্রী দিয়েই না হয় বাঁধব আমি নতুন গান,

দুর্গা রাগেই আজি সঞ্চারিত হোক তোমার সুরে নতুন প্রাণ..


রাত্রি সময় দ্বিপ্রহরে রাগ খাম্বাজ আজ সাজায় দেখি কল্লোলের ওই নব কলেবর..

সত্যি এ তো তোমার অপূর্ব সৃষ্টি! সুরের ভুবনে মাতল আজি অরণ্য দেবের সকল তরুবর।


না না কাফী টা ঠিক পছন্দ নয়! কই ধরো দেখি মধ্যরাতে বাগেশ্রী রাগের মোহন সুর!

প্রভাতী ভৈরবী রাগে আজ তিলে তিলে উঠছে গড়ে তোমার ঐ অপরূপা মায়াবিনী কায়া,

বিলবলের ঝংকারে আজি জাগরিত হোক তোমার মনের অন্তঃপুর।


विषय का मूल्यांकन करें
लॉग इन

More bengali poem from Bimalesh Mukherjee

Similar bengali poem from Romance