রাবণবধ-১
রাবণবধ-১
অশনি সংকেতের চিত্রনাট্য আঁকা ছিল প্রারম্ভিক ক্যানভাসে,
ধ্বংসাত্মক প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ তো হবেই,
প্রতিবাদ শব্দটা আরও এগিয়ে আসুক সমানুপাতিক হারে,
ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে রাত্রির অবসান হবে,
ঘুঁচবে আঁধারময় যাপনের প্রকাশিত ইতিবৃত্ত,
মুখোশধারী রাবণবধে ফিরে আসবে ভোরের আলো।