রাবণ বধ - ৩
রাবণ বধ - ৩


সামাজিক অবক্ষয়ে ভুলে যাওয়া রক্তাক্ত সময়,
নিঃশব্দ সাইরেনে আজ ভেঙে পড়ে রাজছত্র!
পঙ্কিল রাজনীতির নোংরা খেলায় হই দমবন্ধ,
বোমাবাজির ঝলকানিতে নিত্যনৈমিত্তিক সন্ধি,
বোবাকান্নায় মানুষের মাঝে কবরের স্থবিরতা,
আসা-যাওয়ার পথ জুড়ে তীব্র নারকীয় ভীতি!
পেট্রোল বোমা কিংবা বুলেটে সেজে ওঠে মৃত্যু,
আগ্রাসী থাবায় শাসন ও শোষণ যেন সমার্থক;
বাঁচার তাগিদে করতে হবে সংকীর্ণ রাবণ বধ,
জীবনের টানেই রণডঙ্কার শব্দ হোক ইতিহাস।