STORYMIRROR

Tanushree Mandal

Abstract Others Children

4.0  

Tanushree Mandal

Abstract Others Children

পূজোর আমেজ (শরৎকাল )

পূজোর আমেজ (শরৎকাল )

1 min
371


শরতের আকাশে ভাসছে ভেলা

আকাশে বাতাসে খুশির মেলা!!

সুন্দর ওই কাশ বন দেখে,

শিউলির গন্ধে মনটা মাতে।

ভেসে আসে পুজোর আভাস,

মেতে ওঠে মনটা রং ক্যানভাস।

মা আসছেন বাপের বাড়ি,

এই আনন্দের সুযোগ, আমরা কি ছাড়ি?

 মায়েরা শাড়ি, ছেলেরা প্যান্ট শার্ট!!

মেয়েরা সালোয়ার-কামিজ বা নিচ্ছে স্কার্ট।

মা আসছেন বলে কথা!!

আনন্দ ধরে রাখি কোথা??

প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে যাওয়া!!

সঙ্গে আছে খাওয়া-দাওয়া।

মা থাকবেন যতদিন,

আনন্দের আমেজও ততদিন!!

আসবে যখন তার যাবার বেলা,

আনন্দ দেবে তখন তার ছেলে-মেয়ে গুলা। 

মাকে বিদায় দেবো চোখের জলে!!

"আসছে বছর আবার হবে"এই বলে। 


Rate this content
Log in