STORYMIRROR

Tanushree Mandal

Abstract Inspirational

3  

Tanushree Mandal

Abstract Inspirational

কালো মেয়ে

কালো মেয়ে

1 min
596


জন্মেছিল মেয়ে হয়ে,            

গায়ের রং কালো।                 

এই জন্য সবার মধ্যে।            

কেউ বাসলো না ভালো।


অবহেলাতে কালো মেয়ে,

          কাঁদে নিরবে!

যন্ত্রনাগুলো লুকিয়ে রাখে,

      মনের বদ্ধ ঘরে।

সেও তো একজন মানুষ,

     ঈশ্বর-ই করেছে তার সৃষ্টি

তবুও কেন সহ্য করতে হয় এত অপমান?

 কেন কেউ দেখতে পায় না তার চোখের বৃষ্টি!


সেও তো পারে,

     এক নতুন পৃথিবী গড়তে

সেও তো পারে আনন্দে,

    এক নতুন জীবন শুরু করতে।


ভগবানের কথাও যদি ধরি,

  কৃষ্ণ আর কালী ও তো কালো,

কালোর জন্য এই পৃথিবীতে

       রয়েছে এত আলো।


তাই তো বলি,

 কালো রঙে কি আসে যায়?

মনে রাখা প্রয়োজন যে,

    কর্মে আর গুনেই মানুষ চেনা যায়।


তবুও বোঝে না কেউ,

       এদের নীরব ক্রন্দন!

প্রার্থনা করি এদের জন্য,

 যেন এরা পায় এক সত্যি ভালবাসার বন্ধন।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract