STORYMIRROR

Tanushree Mandal

Abstract Tragedy

3  

Tanushree Mandal

Abstract Tragedy

প্রাক্তন

প্রাক্তন

1 min
258

নতুন ভালোবাসা! নতুন মানুষ! নতুন গন্ধ!

তার মাঝে কোথাও যেন হারিয়ে যায়,

পুরোনো মানুষটা! আজ বুঝতে পারছি!

আচ্ছা এখন মনে পড়ে আমাকে??

মনে পড়ে আমার গন্ধটা??নাকি,

এখন মনে শুধুই নতুন মানুষের গন্ধ??

হয়তো বা তাই..

আচ্ছা এখনো ভাবিস আমার কথা??

নাকি মনে শুধুই নতুন মানুষের চিন্তা!

হয়তো বা তাই..

আচ্ছা আমি কি এতটাই,

অধম ছিলাম রে তোর জন্য?

আমি তো তোর মাঝেই,

হারিয়ে যেতে চাইতাম!!

হয়তো পারি নি কিন্তু আশা তো ছিল!!

তুইও তো বলতিস,

ঘর বাঁধতে চাস আমার সাথে!!

তার কি হলো??

এখন কি তাহলে সব শেষ??

এখন বুঝি নতুন মানুষের প্রতিই টান!!

এখন বুঝি রে আমি যখন,

নতুন ছিলাম তোর কাছে!!

এরকমই করতিস আমার সাথেও।

আজ কারণটা বুঝে গেছি আমি।

নতুন মানুষ ছিলাম তো তাই!!

কষ্ট পাই রে এখন ওসব ভেবে!!

ভেবেছিলাম তুই আমার!!

আর আমারই থাকবি!!

কিন্তু ভুলেই গিয়েছিলাম,

তুই যে নতুন জিনিসকে ভালোবাসিস!

পুরোনো জিনিস তোর কাছে ফেলনা!!

আমারই ভুল ছিল!!

তুই ঠিক করে দিয়েছিস।

ভুলটা বোধয় শুধরে নেওয়াই,

ভালো ছিল আমার।

জানিস এখনো ফোন করতে ইচ্ছে হয় তোকে। কিন্তু পারি না!!

কারণ তুই যে এখন আর আমার নেই!!

আমি যে এখন তোর প্রাক্তন



Rate this content
Log in

Similar bengali poem from Abstract