প্রতিজ্ঞা
প্রতিজ্ঞা


যে কথা বলার জন্য .......
আমি যদি হই তোমার কাছে খারাপ , ঘৃণ্য !
সেই খাঁটি কথাটাই আমি বলব বারবার ।
যে কথা বলার জন্য ......
আমায় যদি আবার জন্মাতে হয় মাতৃগর্ভে
সেই সত্য কথাটাই আমি বলব বারবার ।
যে কথা বলার জন্য .......
আমার গায়ে যদি মাখাও দেশদ্রোহিতার রঙ
সেই কথাটাই বলব মাথা উঁচু করে বারবার ।
যে কথা বলার জন্য .......
মানুষ খেকো জীবগুলোকে লেলিয়ে দাও পিছনে
সে কথা ছুঁড়ে দেব রক্তিম প্রভাতে বারংবার ।
যে কথা বলার জন্য ........
স্বপ্নে প্রতিধ্বনিত হয় ভবিষ্যতের প্রগতি
ভবিষ্যতের কথা ভেবে সে কথা বলব বারবার ।
আমি তো মূক নই ........
তাই যতোদিন ভাষা আছে , গলায় জোর আছে
আমি বলেই যাব অপ্রিয় সত্য কথা বার...বার ...।