প্রতিদিন হোক এমনই রঙ্গিন
প্রতিদিন হোক এমনই রঙ্গিন


রঙের দিন এসেছে
আসো সবাই রং মেখে সাজি রঙিন সাজে।
মানুষে মানুষে বিভেদ ভুলে রঙিন হই
একতার রঙে।
আজ ভিন্ন ভিন্ন রং গুলো সব
এক হোক মানবিকতার রঙে।
ঘৃণার রং নয়, বিচ্ছেদের রং নয়,
শুধু সম্প্রীতির রঙে রাঙ্গুক মন।
এই রং যেন শুধু একদিনের না হয়,
প্রতিদিন এই রঙের জোয়ারে ভাসুক জীবন।।